বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২১, ৯:৩২:২৪
হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেটে ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কুশিয়ারতলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ওই গ্রামের আজমান মিয়ার সাথে একই গ্রামের খুর্শিদ মিয়ার মধ্যে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে।
শনিবার দুপুরে খুর্শিদ মিয়ার পক্ষের এক ব্যক্তি হাওরে মাছ ধরতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন বাঁধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেটে ও ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।