লাখাইয়ে শ্যালকের হাতে দুলাভাই খুন
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২১, ৮:১৫:১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে জমি-জমা ও টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে শ্যালক নুর আলম ও শাহ আলমের হামলায় আহত দুলাভাই আব্দুল হাই মারা গেছেন।
রোববার (৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অভিযুক্ত নুর আলম ও শাহ আলম ধর্মপুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র। আর নিহত আব্দুল হাই একই গ্রামের মৃত আরজত আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাই এর সাথে জমিজমা ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে শ্যালক নুর আলম ও শাহ আলমের বিরোধ চলে আসছিল। গত ৩০ জুন এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ধর্মপুর গ্রামের চকবাজার নামক স্থানে সালিশ বৈঠক হয়। সালিশে বিষয়টি আপসে মীমাংসা না হয়নি। পরে সালিশ থেকে বাড়ি ফেরার পথে আব্দুল হাই এর ওপর হামলা চালান তার শ্যালক নুর আলম ও শাহ আলম। একপর্যায়ে নুর আলমের আঘাতে আব্দুল হাই গুরুতর আহত হন।
চিকিৎসার জন্য তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা গুরুতর দেখে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে আব্দুল হাই মারা যান।
এ ব্যাপারে নিহত আব্দুল হাইয়ের পুত্র আব্দুর রউফ জানান, জমি-জমা ও টাকা-পয়সার লেনদেনজনিত ব্যাপারকে কেন্দ্র করে নুর আলম ও শাহ আলমের হামলায় তার পিতা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
লাখাই থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুর আলমের আঘাতে আব্দুল হাই আহত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।