মহাকাশ থেকে ভোট দেয়ার পরিকল্পনা ৪ মার্কিন বিজ্ঞানীর
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২০, ১২:৩৬:৫২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার চার মার্কিন বিজ্ঞানী মহাকাশ থেকে ভোট দেয়ার পরিকল্পনা করছেন।
৩ নভেম্বরের নির্বাচনের আগে মহাকাশে যারা থাকবেন তাদের একজন কেট রুবিনস। রাশিয়ার দুই বিজ্ঞানীর সঙ্গে তিনি একটি রকেট উৎক্ষেপণ করবেন।
রুবিনস এপিকে বলেছেন, ‘আমি মনে করি সবার ভোট দেয়াটা গুরুত্বপূর্ণ। সেই কাজ আমরা যদি মহাকাশ থেকে করতে পারি, তাহলে সাধারণ মানুষও পৃথিবী থেকে পারবে।’
রুবিনসের সঙ্গে পরে যোগ দেবেন আরও তিনজন: মাইক হপকিন্স, ভিক্টর গ্লোভার এবং শ্যানন ওয়াকার।
ওয়াকার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সবাই মহাকাশ থেকে ভোট দিতে চাই। নাসা আমাদের নিয়ে এ বিষয়ে খুব ভালোভাবে কাজ করছে।’
ওয়াকার এর আগেও অবশ্য মহাকাশ থেকে ভোট দিয়েছেন।
মহাকাশ থেকে ভোট দেয়ার পদ্ধতি খুব সোজাসাপ্টা। নাসা তাদের অভিজ্ঞতা দিয়ে কাজটি সহজ করেছে।
পৃথিবী ত্যাগ করার আগে বিজ্ঞানীরা ফেডারেল পোস্ট কার্ড অ্যাপ্লিকেশন পূরণ করে যান। এই ধরনের কার্ড সামরিক বাহিনীর সদস্যদের ভোটগ্রহণে ব্যবহার করা হয়, যেন তারা অন্য দেশে থাকলেও ভোট দিতে পারেন।
কার্ডটি অনুমোদন পাওয়ার পর কাউন্টির স্থানীয় কর্মকর্তারা নাসার কাছে টেস্ট ব্যালট পাঠান। পিডিএফ ফর্মে এটি খুব সুরক্ষিত থাকে। এরপর নাসা পরীক্ষা করে দেখে মহাকাশ থেকে ফর্মটি পূরণ করা যাচ্ছে কি না। যদি যায়, তাহলে নির্বাচনের দিন পৃথিবী থেকে মহাকাশচারীদের কাছে ইমেইল পাঠানো হয়। এভাবে সেখান থেকেই ভোট দেয়া হয়।