সুনসান পৃথিবী
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২০, ৩:০৪:১৭
থমকে গেলো চলন্ত স্রোত
দূষণ হলো বায়ু,
অদেখা রোগ টপকে গিলে
তরতাজা ঢের আয়ু।
দোহাই দিয়ে কাঁদছে সবাই
আঁধার ঘরের ফাঁকে,
দেখবে ধরা আগের মতো
প্রভুতে তাই ডাকে।
আর কতো লাশ বইবে স্বজন
গোরের পাড়ে থেকে,
অশান্তির ঢেউ উপচে পড়ে
মানব হৃদয় বেঁকে।
সজাগ তবুও হয় না মানুষ
কুকুরের লেজ বটে,
পাপের কাজে লিপ্ত সতত
বিবেক বুদ্ধি চটে!
ঘরবন্দি আজ মানুষ জাতি
পাখপাখালি মুক্ত,
প্রভুর খেলার ঠার বুঝা দায়
কখন কী হয় যুক্ত!!