শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে চালক নিহত
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২০, ৪:৪৯:২০
হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় চাকা পাংচার হয়ে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে যাওয়ায় এর চালক মালুম মিয়া (৩২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন গাড়িতে থাকা আরও দু’জন।
মালুম জেলার চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের বশর উদ্দিনের ছেলে।
রোববার (৩০) আগস্ট সকাল ১১টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের গরুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার জানান, সকালে কাঠ নিয়ে পিকআপ ভ্যানটি শায়েস্তাগঞ্জ যাচ্ছিল। পথে গরুর বাজার এলাকায় এলে গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক মালুম মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনা কবলিত গাড়িটি শায়েস্তাগঞ্জ থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।