হবিগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২০, ৩:১৬:১৫
হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক প্রভাষক মহিবুর রহমান, প্রভাষক শিব্বির আহমেদ, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক তাপস পাল অসিম, প্রভাষক খাদিজা আক্তার, প্রভাষক আসমা আক্তার হেপি, প্রভাষক জণি দাশ, প্রভাষক রণি সেন, প্রভাষক অনুপম চৌধুরী, প্রভাষক রামকৃষ্ণ দাশ, প্রভাষক মোস্তাফিজুর রহমান রাসেলসহ অনেকে।
মানববন্ধনে সংগঠনের আহবায়ক প্রভাষক মহিবুর রহমান বলেন, আমরা দীর্ঘ ২৮ বছর যাবত এমপিওভুক্তি ছাড়াই শিক্ষকতা করে আসছি। ২০১৮ সালে সারাদেশে ৩১৫টি কলেজ জাতীয়করণ করা হয়েছিল সেসব কলেজে অনার্স মাস্টার্স নিয়োপ্রাপ্ত শিক্ষকরা আত্মীয়করণ হয়েছে কিন্তু বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকরা জনবল কাঠামোর বাহিরে রয়ে গেছেন। অথচ প্রতি বছর প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকা হলেই অনার্স মাস্টার্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্ত করা সম্ভব হবে। আমরা দ্রুত আমাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানাই।