সিলেটে করোনা শনাক্তের রেকর্ড, একদিনে আক্রান্ত ৭৪ জন
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২০, ১২:০৩:০৭
সিলেটে একদিনে রেকর্ড পরিমাণ রোগী শনাক্ত হয়েছেন। শনিবার (৩০ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পৃথক পরীক্ষায় সিলেট জেলার ৭৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার কলেজের পিসিআর ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে, আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় ১৯ জন, ফেঞ্চুগঞ্জে চারজন, বিশ্বনাথে ৮ জন, জকিগঞ্জে ১৪ জন, জৈন্তাপুরে তিনজন এবং বিয়ানীবাজারে একজন বলে জানা গেছে।
অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বলেন, শনিবার আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরা সবাই সিলেটের বাসিন্দা বলেও জানান তিনি।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এরপর প্রতিদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরছেনও রোগীরা।
সবশেষ শনিবার (৩০ মে) সিলেটের ৪৯ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫৩৫ জন, মৌলভীবাজার জেলায় ৯৮ জন, হবিগঞ্জে ১৭১ এবং সুনামগঞ্জে ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৭ জন। এরমধ্যে সিলেটে ১৩, মৌলভীবাজারে তিনজন এবং হবিগঞ্জে একজন। তবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখনো সুনামগঞ্জের কোন রোগী মারা যাননি।
অন্যদিকে, সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২১৬ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৫৩, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৬, মৌলভীবাজারে ১৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।