করোনা থেকে সুস্থ হলেন ১৫৬৩ পুলিশ সদস্য
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২০, ৩:১৩:৩৫
করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১৫৬৩ জন পুলিশ সদস্য। সুস্থ হওয়া বেশির ভাগ পুলিশ সদস্যই পুনরায় কাজে যোগ দিয়েছেন।
শুক্রবার (২৯ মে) পুলিশ সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সদর দফতর বলছে, জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৪৫৪৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশ সদস্যদের সুস্থতার হার ৩৪.৩৯ শতাংশ।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। এরই ফলশ্রুতিতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সাথে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা।