করোনা উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২০, ৫:৩২:৫২
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট নগরীর ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার (২৮ মে) মধ্যরাতে মারা যান সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার ওই বাসিন্দা। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত মহাপাত্র বলেন, ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে ২/৩ দিন আগে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শ্বাসকষ্ট বেশি ছিলো। বুধবার রাত ২টার দিকে তিনি মারা যান।
তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও পরীক্ষার রিপোর্ট আসেনি জানিয়ে সুশান্ত বলেন, আজ বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে বৃদ্ধের লাশ হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি মোতাবেক তাকে দাফন করতেও বলা হয়েছে।