সাবেক মেয়র কামরানের স্ত্রী’র করোনা পজেটিভ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২০, ১২:৩৬:০৪
সিলেট সিটি করপোরেশের সাবেক মেয়র বদরউদ্দিন কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ আসে।
আসমা কামরান সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে আসমা কামরানেরও নাম রয়েছে।
বুধবারই নগরীর ছড়ারপাড়ের বাসা থেকে আসামা কামরানের নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে। রাতে শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ ফেসবুকে স্ট্যাটাস দিয়েও এ তথ্য নিশ্চিত করেছেন।