ডা. জাফরুল্লাহ করোনা পজিটিভ
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২০, ১১:৪৯:২২
গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
আজ সোমবার (২৫ মে) রাত সাড়ে আটটার দিকে তিনি নিজেই এ তথ্য জানান।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, রোববার ইফতার করার পর মনে হলো শরীরে জ্বর জ্বর লাগছে। এরপর গণস্বাস্থ্য নগর হাসপাতাল ধানমন্ডিতে করোনা টেস্ট করিয়েছি। এতে অ্যান্টিজেন পজিটিভ এসেছে। এরপর থেকে বাসায় আইসোলেশনে আছি। এখন শরীরে জ্বর ছাড়া করোনার অন্য কোনো উপসর্গ নেই।