কুলাউড়ায় এবার করোনার তালিকায় যোগ হল এক কিশোর
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২০, ১১:৪৬:০৫
মৌলভীবাজারের কুলাউড়ায় এবার রাজু আহমেদ নামে ২১ বছরের এক কিশোর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
সে উপজেলার রাউৎগাও ইউনিয়নের মনরাজ এলাকার বাসিন্দা।
আজ সোমবার (২৫ মে) সন্ধ্যায় ঢাকা করোনা ল্যাব থেকে ওই যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক।
তিনি জানান, গত ২৩ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ ২৫ মে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আরও জানান, ওই যুবকের শরীরে করোনা পজিটিভ হওয়ায় তার বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।