কাউন্সিলর আজাদ করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২০, ১:২৯:২৮
সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (২৪ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে কাউন্সিলের রিপোর্টও আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
তিনি বলেন, শরীরে জ্বর অনুভব করায় গতকাল শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রয়োজনীয় নমুনা প্রদান করি। আজ রোববার ল্যাবে নমুনা পরীক্ষায় আমার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি তাঁর সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন। একইসাথে করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরেই অবস্থানের আহবান জানিয়েছেন তিনি।