যুক্তরাজ্যে করোনায় মারা গেলেন আরো ১১৮, নতুন শনাক্ত ২৪০৯
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২০, ১১:৪৬:৪১
যুক্তরাজ্যে আবারো কমতে শুরু করেছে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা, কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (রবিবার) ১১৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শনিবার ছিলো ২৮২, শুক্রবার ছিলো ৩৫১ জন, বৃহস্পতিবার ছিলো ৩৩৮জন, বুধবার ছিলো ৩৬৩। মোট মৃতের সংখ্যা ৩৬ হাজার ৭৯৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪০৯ জন। গতকাল শনিবার ছিলো ২৯৫৯ জন, শুক্রবার ছিলো ৩২৮৭ জন, বৃহস্পতিবার ছিলো ২৬১৫, বুধবার ছিলো ২৪৭২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৫৯হাজার ৫৫৯ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৪৭ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৯ জন, ওয়েলসে ৭ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহণযোগ্য।