করোনায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২০, ১১:৩১:২৩
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মকবুল হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মুজিবুল ইসলাম পান্না।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে বাবা সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার রাত ৯টা ১০ মিনিটে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের মালিক মকবুল। তিনি একাধিক ইন্সুরেন্স কোম্পানিরও মালিক। তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।