যুক্তরাজ্যে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩৫১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২০, ১:৩০:৩৮
ছবি : ১০নং ডাউনিং স্ট্রিট থেকে করোনার ২৪ ঘন্টার তথ্য দিচ্ছেন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল
যুক্তরাজ্যে করোনা সংক্রমণে শুক্রবার গত ২৪ ঘন্টায় আরও ৩৫১ জনের মৃত্যু হয় । গত বৃহস্পতিবার মৃত্যু সংখ্যা ছিল ৩৩৮, বুধবার ৩৬৩, মঙ্গলবার ৫৪৫। মোট মৃতের সংখ্যা ৩৬,৩৯৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল প্রতিদিনের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান, আজকের মৃত্যুর সংখ্যা ২৮ মার্চ ২৮৪ থেকে আট সপ্তাহের মধ্যে শুক্রবার এটি গতকাল রেকর্ড হওয়া ৩৬৩ এর তুলনায় সামান্য কম। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২৮৭ জন। গত বৃহস্পতিবার ছিল ২৬১৫, বুধবার ২৪৭২ জন, মঙ্গলবার বলা হয়েছিলে ২৪১২। মোট আক্রান্তের সংখ্যা ২,৫৪,১৯৫ জন।
গণনাটি কেবলমাত্র ল্যাব-নিশ্চিত হওয়ার ঘোষণা থেকে প্রকাশিত। তবে, প্রকোপটির প্রকৃত আকার অনুমান করা হয় যে প্রায় ৫ মিলিয়ন লোক সংক্রামিত হয়েছে।
ইংল্যান্ডের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডের হাসপাতালে কোভিড -১৯ এ আরও ১২১ জন মৃত্যুবরণ করেন। স্কটল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ ২৪ জনের মৃত্যুর খবর দিয়েছে এবং ওয়েলসে ৯ জন মারা গেছে। উত্তর আয়ারল্যান্ডে ৭ জনের মৃত্যু হয়েছ। ইংল্যান্ডের পরিসংখ্যানগুলি কেবল হাসপাতালের মৃত্যু।