সিলেটে করোনায় একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২০, ৩:৪১:১৯
সিলেটের গোলাপগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবুল কাশেম (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তার মৃত্যু হয়।
এটিই উপজেলার প্রথম মৃত্যু জানিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন।
আবুল কাশেমের বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামে। তিনি বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একটি বাসায় বসবাস করতেন এবং আছিরগঞ্জ বাজারে তার ফার্মেসি ব্যবসা রয়েছে।
ডা. শাহিনুর ইসলাম শাহীন বলেন, আবুল কাশেম বুধবার রাত ১০টায় সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এরপর রাত সাড়ে ১ দিকে খবর আসে তিনি মৃত্যুবরণ করেছেন। এই করোনা রোগী পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের প্রথম রোগীর সংস্পর্শে এসেছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মে ডাঃ আবুল কাশেমের করোনা রিপোর্ট পজিটিভ। এরপর তাকে বুধবার (২০ মে) ১০টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গোলাপগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ২৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।