করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৭৭৩
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২০, ৩:৩৩:০৬
দেশে বুধবার (২০ মে) থেকে বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ ফলে এ পর্যন্ত ৪০৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১,৭৭৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৮,৫১১ জনে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩৯৫ জন বলে জানান। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫,৬০২ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১০,১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১০,২৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন এবং চট্টগ্রাম বিভাগের ৮ জন, ময়মনসিংহ বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ৩ জন।
মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন , ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।