ঘূর্ণিঝড় আম্ফান: সারাদেশে নিহতের সংখ্যা বেড়ে ১১
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২০, ৩:২৫:০৮
পটুয়াখালীতে শিশুসহ দু’জন, ভোলায় এক বৃদ্ধ, সাতক্ষীরায় এক নারী, পিরোজপুর ও বরগুনায় অপর দুইজন ও যশোরে মা-মেয়ের মৃত্যু হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে নারী-শিশুসহ এগারোজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদেরমধ্যে পটুয়াখালীতে শিশুসহ দু’জন, ভোলায় এক বৃদ্ধসহ দু’জন ও পিরোজপুর দু’জন ও যশোরে মা-মেয়ে এবং সাতক্ষীরায় এক নারী ও বরিশালে এক কিশোর এবং বরগুনায় এক ব্যক্তিসহ ১১ জনের মৃত্যু হয়েছে।
পটুয়াখালী
বুধবার (২০ মে) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পরে রাশেদ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
অপরদিকে, জনসচেতনতামূলক প্রচারকাজ চালাতে গিয়ে কলাপড়ার ধানখালীর ছৈলাবুনিয়া এলাকায় খালে নৌকাডুবে শাহ আলম নামে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে নিহত শাহ আলমের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
গলাচিপার থানার ওসি মনিরুল ইসলাম ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক দু’টি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
ভোলা
ভোলার মেঘনা নদীর রামদাসপুর চ্যানেলে ১২ যাত্রী নিয়ে ডুবে গেলে রফিকুল ইসলাম নামে ১ জনের মৃত্যু হয়। অপরাপর যাত্রীরা তীরে উঠতে সক্ষম হয়। বুধবার (২০ মে) সকাল ৭টায় এ ঘটনা ঘটে।
আম্ফানের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলার চরফ্যাশনের দক্ষিণে একটি গাছ ভেঙে চাপা পড়ে ছিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছিদ্দিক ফকির ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সকালের দিকে ওই বৃদ্ধ বয়স্ক ভাতা আনার জন্য ভাড়া করা মোটরসাইকেলে উপজেলা সদর চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝড়ে একটি গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাতক্ষীরা
ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় করিমুন্নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারী শহরের কামালনগর এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্তর কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে ওই নারীর মৃত্যু হয়।
পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় দেওয়া ধসে শাহজাহান মোল্যা (৬০) নামে এক ব্যক্তির, একই উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ধুপতি গ্রামের মেজাহার আলী হাওলাদারের স্ত্রী গোলবানুসহ (৭০) দুইজনের মৃত্যু হয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ইন্দুরকানি উপজেলায় এ ঝড়ের সময় রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শাহ আলম মোল্লা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
বরগুনা
বরগুনা সদর উপজেলার পরীরখান বাজার এলাকায় জোয়ারের পানিতে ডুবে মো. শহীদ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ঢাকা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টায় স্থানীয় গজারিয়া নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার তার লাশ উদ্ধার হয় বলে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান।
যশোর
আম্ফানের প্রভাবে যশোরে প্রবল ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় গাছ-পালা উপড়ে পড়ে। এতে চৌগাছা উপজেলার চানপুর গ্রামে ঘরের ওপর গাছ পড়ে এক নারী ও তার মেয়ে মারা গিয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা চানপুর গ্রামের মৃত ওয়াজেদ হোসেনের স্ত্রী খ্যান্ত বেগম (৪৫) ও তার মেয়ে রাবেয়া (১৩)।
যশোরস্থ বাংলাদেশ বিমান বাহিনীর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রাত সাড়ে ১০টা থেকে যশোরের পশ্চিম দিয়ে অতিক্রম শুরু করে। এর প্রভাবে সন্ধ্যা ৭টা থেকে ঝড়ো হাওয়া শুরু হয়। রাত ১২টায় সর্বশেষ বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৩৫ কিলোমিটার।