দেশে ২৪ ঘণ্টায় আরও ১৬১৭ জন আক্রান্ত, মৃত্যু বেড়ে ৩৮৬
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২০, ৩:০৯:৫৬
দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬১৭ জন শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬ জনে। মৃত ১৬ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন নারী।
বুধবার (২০ মে) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৩৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ২ লাখ ৩ হাজার ৮৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।’
ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২১৪ জন। ফলে এখন মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৫ হাজার ২০৭ জন।’
বুলেটিনের শুরুতেই তিনি বলেন, ‘বিভিন্ন ল্যাবরেটরিতে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নমুনা সংগ্রহের সময় নেয়া ব্যক্তির মোবাইল ফোন নাম্বারে এসএমএস আকারে নিয়মিতভাবে পাঠানো হচ্ছে। এখন কোভিড পরীক্ষার মোট ল্যাব সংখ্যা ৪৩টি। বেসরকারি পর্যায়ে নতুন আরেকটি ল্যাব সংযোজিত হয়েছে। সেটি হলো ইউনাইটেড হসপিটাল লিমিডেট।’
তিনি বলেন, ‘শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৯ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।’
তিনি বলেন, ‘যে ১৬ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা ডিভিশনে ৭ জন, চট্টগ্রাম ডিভিশনে ৫ জন, সিলেট ডিভিশনে ১ জন এবং রংপুর ডিভিশনে ৩ জন। তাদের মধ্যে হসপিটালে মারা গেছেন ১২ জন এবং বাসায় মারা গেছেন ৪ জন।’
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে শূণ্য থেকে ১০ বছরের মধ্যে তাদের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।’