সরকারি কর্মকর্তাসহ সিলেটে আরও ১৩ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২০, ১:০৪:২৮
সিলেট জেলায় আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন সরকারি কর্মকর্তা ও তার পরিবারের একাধিক সদস্য রয়েছেন বলে জানা গেছে।
রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানীর ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ টি পজেটিভ আসে।
সিলেট বিভাগে আরও ১৮ জনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৮ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীতে ৯৪টি নমুনা পরীক্ষা হয। এরমধ্যে ১৮টি পজেটিভ আসে।
তবে, ওসমানী মেডিকেল কলেজের একটি সূত্র জানিয়েছে, শনিবার শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই সিলেটের গোলাপগঞ্জের। অন্যজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা।
এদিকে, সিলেটে করোনা ভাইরাস ভয়ংকর রূপ নিয়েছে। কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণের।
দ্রুত বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এ পর্যন্ত সিলেটে বিভাগে ৪শ’ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সর্বশেষ শনিবার ৪১ জন রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ২৫ জন, সুনামগঞ্জে একজন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ৪ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৪১ জন আক্রান্ত সিলেট জেলায়। এছাড়া রয়েছেন হবিগঞ্জের ১২৯ জন, সুনামগঞ্জের ৬৯ জন ও মৌলভীবাজারের ৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া জানান, সিলেট বিভাগে শনিবার একদিনে ৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় সিলেট বিভাগে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪শ’য় পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান রোববার জানান, শনিবার (১৬ মে) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
তিনি জানান, একই দিন ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে সিলেট বিভাগের আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৭ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের চারজন। শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৯ জন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৫ জন।