বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ‘আংশিক অর্থায়নে’ রাজি যুক্তরাষ্ট্র
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২০, ৩:২৯:২৭
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করে দেয়ার এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংস্থাটিতে আগের তুলনায় সামান্য পরিমাণ অর্থ দিতে রাজি হয়েছে।
ট্রাম্প প্রশাসনের খসড়া একটি নথির বরাত দিয়ে শুক্রবার রাতে ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
অবশ্য আগের মতো সর্বাধিক অনুদান দিচ্ছে না যুক্তরাষ্ট্র। চিঠির বিবৃতি দিয়ে ফক্স নিউজ ছেপেছে, ‘পুনর্মূল্যায়ন করে চীন যে আর্থিক সাহায্য দিতে চেয়েছে, সেই পরিমাণ অনুদান দিতে রাজি’ ট্রাম্প প্রশাসন।
করোনাভাইরাস নিয়ে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে ১৪ এপ্রিল ডব্লিউএইচওকে আর্থিক সাহায্য বন্ধ করার ঘোষণা দেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা এ অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং এই প্রতিষ্ঠানকে নিরপেক্ষ হিসেবে জোরালো সমর্থন দেয় চীন।
ডব্লিউএইচওর সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। প্রতি বছর তারা ৪০ কোটি ডলার দিতো। ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী আমেরিকা যদি চীনের সমপরিমাণ আর্থিক সাহায্য দেয় তাহলে তার পরিমাণ আগের তুলনায় এক-দশমাংশে দাঁড়াবে। জাতিসংঘের সংস্থাকে এতদিন ৪ কোটি ডলার অনুদান দিয়ে এসেছে চীন।