করোনা : সিলেটে কমে আসছে কোয়ারেন্টিনে থাকার সংখ্যা
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২০, ৪:১৮:৫৪
সিলেট বিভাগে গতকাল (১২ মে) মঙ্গলবারই তিন শ’ ছাড়িয়েছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বুধবার (১৩ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১২৫ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ বুধবার (১৩ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩১৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৮৮, সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ১১৭ ও মৌলভীবাজার জেলায় ৪৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১২৫ জন। তার মধ্যে সিলেটে ৩১, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ৬০৮ ও মৌলভীবাজারে ১জন।
এদিকে, সিলেট বিভাগে করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৭ জন। এর মধ্যে সিলেটে ১১, সুনামগঞ্জে ১৪ ও হবিগঞ্জে ২২ জন। তবে মৌলভীবাজারে এখনও কেউ সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেট-এর প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১০৬৬৭ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৯২২৬ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৪৪১ জন। এর মধ্যে সিলেটে ৩১৫, সুনামগঞ্জে ৫৪১, হবিগঞ্জে ২২২ ও মৌলভীবাজারে ৩৬৩৫ জন। এ হিসাব অনুযায়ী সিলেট অঞ্চরে হোম কোয়ারেন্টিনে থাকার সংখ্য কমে আসছে বলে জানা গেলো।
অপরদিকে, এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২৩৩ জন। এর মধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১১৯ ও মৌলভীবাজারে ১২ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধিন।
এদিকে, সিলেট বিভাগে করোনা কেড়ে নিয়েছে ৬ জনের প্রাণ। এর মধ্যে সিলেটে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।