ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সুস্থ, সোমবার থেকেই কাজে ফেরার ইঙ্গিত
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২০, ৫:৪৫:৫২
কোভিড–১৯–কে পরাস্ত করে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার থেকেই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নিজের অফিসে কাজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় শনিবার রাতে ব্রিটিশ সংবাদমাধ্যমের রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। নিজের সহকর্মীদেরও বরিস জানিয়ে দিয়েছেন সোমবার থেকেই নিজের স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপনে ফিরবেন তিনি। করতে পারেন সাংবাদিক সম্মেলনও। আগামী বুধবার ব্রিটেনের নতুন শ্রমিকনেতা কিয়ের স্টার্মারের সঙ্গে বসতে পারেন আলোচনায়। তবে, আপাতত সব কাজকর্মই চিকিৎসকদের পরামর্শ মেনে করবেন প্রধানমন্ত্রী বলে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট সূত্রে খবর।
করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ায় এতোদিন লন্ডনের সেইন্ট টমাস হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরিস। তাঁর অবস্থা এতোটাই গুরুতর হয়ে গিয়েছিল যে তিন রাত তাঁকে ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়েছিল। গত ১২ তারিখ হাসপাতাল থেকে ছাড়া পান। তারপর নিজের গ্রামের বাড়িতে ছিলেন কিছুদিন বরিস।