
সিলেটের জকিগঞ্জে গোডাউনে নেয়ার পথে ট্রাকভর্তি ভিজিএফ-এর ৫৭০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে কিছু চাল উদ্ধার করেছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জ বাজারের হাজী ফার্মেসির সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে- জকিগঞ্জ উপজেলার মানিকপুর, কসকনকপুর ও বারঠাকুরী ইউনিয়নের ভিজিএফ-এর সরকারি ডিলার হলেন যথাক্রমে খলিলুর রহমান, আব্দুল মুকিত ও আজিজুর রহমান। যাদের চালের গোডাউন রয়েছে কালিগঞ্জ বাজারে।
গতকাল (২৫ এপ্রিল) তারা ভিজিএফ-এর সরকারি ১৭ মেট্রিক টন (৫৭০ বস্তা) চাল উত্তোলনের পর সিলেট থেকে পুস্টি মিক্স করে নিজেদের ইউনিয়নে ১০টাকা দামে বিক্রি করার জন্য আজ রোববার সকালে কালিগঞ্জ বাজারে তাদের নিয়ে আসার জন্য রওয়ানা দেয়। সকাল সাড়ে ১০টার দিকে বাজারে প্রবেশের পর স্থানীয় কিছু মানুষ ট্রাকের উপর হামলে পড়ে। পরে আরো প্রায় অর্ধশত মানুষ এসে ট্রাকভর্তি চাল লুট করে নিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ও খাদ্য অফিসের লোকেরা এসে কিছু চাল উদ্ধার করেছে।
বিষয়টি নিয়ে কালিগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওসি এলএসডি আব্দুল করিম জানান- সিলেটের মেঘনা রাইসমিল থেকে পুস্টি মিশিয়ে ডিলারের গোডাউনে পৌছে দেয়ার পথেই কিছু লোক এসে চাল লুট করে নিয়ে যায়। এখানে ডিলার দ্বারা চুরি কিংবা আত্মসাতের সুযোগই নেই।
খবর পেয়ে তিনি এগিয়ে গেলে চাল লুটকারীরা তাকেও লাঞ্ছিত করে বলে জানান- ওসি এলএসডি আব্দুল করিম।
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিজন কুমার কুমার সিংহ জানান- যে চাল লুট হয়েছে তার কাগজপত্র ঠিক আছে। তবুও বিষয়টি তদন্ত করবে পুলিশ। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।