সিলেটে আইসোলেশনে থাকা ব্যক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২০, ৫:১৯:৪২
স্টাফ রিপোর্টার : করোনার উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের (সদর হাসপাতাল) আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি কানাইঘাট পৌরসভায়।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে তাকে শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে আনা হয়। এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে জ্বর, সর্দি, কাঁশি নিয়ে উপজেলার আইসোলেশন সেন্টারে ভর্তি হন তিনি।
ডা. সুশান্ত কুমার জানান, করোনা আক্রান্ত সন্দেহভাজন রোগী হিসেবে শামসুদ্দিন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে পিপিই পরিয়ে লাশ কানাইঘাটে পাঠানো হয়েছে। সেখানকার উপজেলা প্রশাসন লাশ দাফনের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ জানান, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা?