করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে পুলিশ কনস্টেবল
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২০, ৩:৪১:১৫
: হবিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পুলিশ কনস্টেবল। তিনি জেলার শায়েস্তাগঞ্জ থানায় কর্মরত।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, শায়েস্তাগঞ্জ থানার এক পুলিশ কনস্টেবল সর্দি, জর ও শ্বাসকষ্ট অনুভব করলে বুধবার (১৫ এপ্রিল) বিকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্দেহভাজন হিসেবে তাকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রিপোর্ট এলেই জানা যাবে তিনি করোনা আক্রান্ত কিনা।
তিনি আরও বলেন, কাজের সুবিধার্থে থানার পুলিশ সদস্যদের দু’টি ভাগে বিভক্ত করা হয়েছে। যদি কেউ সংক্রমিত হন তাহলে যেন অন্য একটি অংশ থানার কাজ চালিয়ে যেতে পারে সেজন্য থানা থেকে একটি অংশ ভাগ করে কমিউনিটি সেন্টারে আনা হয়েছে।
হবিগঞ্জ সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ কনস্টেবলকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কাজের সুবিধার্থে থানার পুলিশ সদস্যদের দু’টি ভাগে বিভক্ত করা হয়েছে। যদি কেউ সংক্রমিত হন তাহলে যেন অন্য একটি অংশ থানার কাজ চালিয়ে যেতে পারে সেজন্য থানা থেকে একটি অংশ ভাগ করে কমিউনিটি সেন্টারে আনা হয়েছে।
হবিগঞ্জ সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ কনস্টেবলকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।