অনলাইনে খাবার অর্ডার, ৭২ পরিবার কোরেন্টাইনে
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২০, ৩:২৫:৪৩
অনলাইনে খাবার অর্ডার দেয়া এখন মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। আর লকডাউনের সময়ে এই মাধ্যমের জনপ্রিয়তা আরও বাড়ছে। কিন্তু এতে করে ঘরে বিপদ ডেকে আনার অবস্থাও সৃষ্টি হয়েছে দারুন। ভারতের দিল্লিতে অনলাইনে অর্ডার করা খাবার নিতে গিয়েই ৭২ পরিবার এখন কোরেন্টাইনে আছে।
দক্ষিণ দিল্লিতে বাড়ি বাড়ি গিয়ে পিৎজা দিয়ে আসত ১৯ বছর বয়সী যে কিশোর, তার রক্তপরীক্ষায় করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে। তার ফলে, আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার ৭২টি পরিবার। কিশোরটিকে ভর্তি করানো হয়েছে রামমনোহর লোহিয়া হাসপাতালে। আর ৭২টি পরিবারকে পাঠানো হয়েছে হোম কোরান্টিনে।
পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত ১২ এপ্রিল পর্যন্ত টানা দুই সপ্তাহ ধরে কিশোরটি দক্ষিণ দিল্লির হাউজ খাস, মালব্য নগর ও সাবিত্রী নগর এলাকায় ৭২টি পরিবারকে বাড়ি গিয়ে পিৎজা দিয়ে আসত। পুলিশ জানতে পেরেছে, ওই কিশোর কখনও দিল্লির বাইরে যায়নি। সে ক্ষেত্রে কোনও পরিবারে পিৎজা দিতে গিয়েই সে সংক্রমিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, ওই কিশোরের সংস্পর্শে এসেছিল আরও ২০টি কিশোর। তারাও বাড়িতে বাড়িতে পিৎজা দিয়ে আসত। তাদেরও ছত্তরপুরের কোয়রান্টিন সেন্টারে পাঠানো হয়েছে।