করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় না থাকায় ১০ টাকা কেজিতে ওএমএস চাল বিক্রি মঙ্গলবার থেকে আপাতত স্থগিত রাখবে খাদ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ওএমএস চাল প্রথমে ঢাকা ও নারায়ণগঞ্জে বিক্রি শুরু করার পর দেখা যায় প্রচুর ভিড় হচ্ছে। পরে অন্যান্য জেলা ও পৌরসভায় এ সেবা চালুর পর সেখানেও ভিড় পাওয়া যায়।
‘চাল নিতে গিয়ে দেখা যায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। ফলে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। তাই আপাতত ওএমএস চাল বিক্রি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখব কী পদ্ধতিতে চাল দেয়া যায়।’
আগে ওএমএস চাল ৩০ টাকা কেজি বিক্রি করা হত। কিন্তু করোনাভাইরাসের কারণে ৫ এপ্রিল থেকে ঢাকা মহানগরে এবং ৭ এপ্রিল থেকে অন্যান্য জেলা ও পৌরসভা এলাকায় ১০ টাকা কেজিতে সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার চাল বিক্রি করা হচ্ছিল।