নায়ক হেলাল খানের বাবা-ভাই-ভাবীর করোনা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২০, ৫:৪৬:৪৭

বাংলাদেশের ‘হাছন রাজা’ খ্যাত নায়ক হেলাল খানের বাবা, ছোট ভাই এবং ভাইয়ের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তার বাবা যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। সেখানেই নায়কের বাবার চিকিৎসা চলছে।
অন্যদিকে হেলাল খানের ছোট ভাই ও ভাইয়ের স্ত্রী বর্তমানে সুস্থতার পথে। সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নায়ক নিজেই এসব কথা জানান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অসুস্থ বাবার পাশে রয়েছেন।
হেলাল খান ফেসবুকে লেখেন, ‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিরও করোনা। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।’
১৯৯৫ সালে ‘প্রিয় তুমি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নায়ক হেলাল খানের। এরপর থেকে এ পর্যন্ত বেশ কিছু ব্যবসাসফল ছবিতে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে ‘জুয়াড়ি’, ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা, ‘মমতাজ’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’ উল্লেখযোগ্য।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফল ছিলেন হেলাল খান। ২০০২ সালে নিজের অভিনীত ‘হাছন রাজা’ ছবিটির জন্য তিনি সেরা প্রযোজক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। পরের বছর ‘জুয়াড়ি’ ছবির জন্য সেরা খল নায়ক বিভাগে পান আরও একটি জাতীয় পুরস্কার। কিন্তু বর্তমানে অভিনয় থেকে দূরে এই তারকা।