সিলেট বিভাগে বরুণা মাদরাসা ও আল খলীলের ইমার্জেন্সী ফুডপ্যাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২০, ৩:২৮:০১
স্টাফ রিপোর্টার : করোনায় গৃহবন্দী অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
রোববার নগরীর সুবিদবাজার ও সুনামগঞ্জে্র বিভিন্ন উপজেলায় বরুণা মাদরাসা ও আল খলীল এ আয়োজন করে । ফুডপ্যাক বিতরণে নেতৃত্ব দেন দরগাহপুর মাদরাসা সুনামগঞ্জের শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, জামিয়া দারুল কুরআন সিলেটের প্রিন্সিপাল এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জামিয়া কাসিমুল উলূম দরগাহ মাদরাসার মুহাদ্দিস ও শিক্ষাসচিব মাওলানা আতাউল হক জালালাবাদী ও আল খলীলের উপদেষ্টা মাওলানা কারী শফিক উদ্দীন, আযাদ দ্বীনি বোর্ডের মহাসচিব আল্লামা আব্দুল বাসিত ।
অনুষ্ঠানে দাতাদের প্রতি বরুণা মাদরাসার প্রিন্সিপার মাওলানা শেখ বদরুল আলম হামিদী কৃতজ্ঞতা প্রকাশ করেন।