দ্বিতীয় পুত্রের বাবা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২০, ৩:৫৮:৪৭
আবার বাবা হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। জান্নাতুল কাওসার ও মাহমুদুল্লাহ দম্পতির কোলজুড়ে এসেছে দ্বিতীয় পুত্রসন্তান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার দুপুরে নিজের পরিবারের এই সুসংবাদ জানান মাহমুদুল্লাহ নিজেই।
তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ, গত রাতে আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে দ্বিতীয় পুত্রসন্তান। ওর জন্য সবাই দোয়া করবেন।”
মা ও ছেলে সুস্থ আছেন বলে জানা গেছে মাহমুদউল্লাহর পারিবারিক সূত্রে। ২০১২ সালে জন্ম নেয় এই দম্পতির প্রথম সন্তান রায়িদ।