করোনায় দুদক পরিচালকের মৃত্যু, আইসোলেশনে স্ত্রী ও সন্তান
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২০, ১২:২৭:৩৫
করোনাভাইরাসের উপসর্গ ও জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান।
আজ সোমবার (৬ এপ্রিল) ভোরে কুয়েত মৈত্রী হাসপাতালে তার মৃত্যু হয়।
সম্প্রতি নিজের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় এই দুদক কর্মকর্তা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যোগাযোগ করেন । পরে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন তিনি।
তার সহকর্মীরা জানিয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। তবে, কোনো পক্ষ থেকে তার মত্যৃর কারণ খোলাসা করে বলা হয়নি। তার স্ত্রী ও সন্তান আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে।