ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২০, ১২:২১:২৭
করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নিতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন।
তিনি জানান, বরিস জনসনের চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা শনাক্তের ১০ দিন পরও শরীরে এ ভাইরাসের উপসর্গগুলো থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সূত্রে জানা যায়, আপাতত হাসপাতালে রেখে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যদিও ব্রিটিশ সরকারের প্রধান হিসেবেই কাজ করবেন তিনি।
গত ২৭ মার্চ এক ভিডিও বার্তায় বরিস জনসন জানান, তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছ। এরপর স্বেচ্ছা-আইসোলেশনে যান তিনি।
এ সময় ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর মধ্যে সামান্য উপসর্গ লক্ষ্য করা যাচ্ছিল। পরে চিফ মেডিকেল অফিসার অধ্যাপক ক্রিস হুইটির পরামর্শে পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুসারে প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটের একটি কক্ষে স্বেচ্ছা-আইসোলেশনে চলে গেছেন।
প্রধানমন্ত্রী বরিস কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব তার কাজ চালিয়ে যাবেন বলে ডাউনিং স্ট্রিট জানিয়েছিল।