সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২০, ১১:২৩:১৭
স্টাফ রিপোর্টার : সিলেটে প্রথম করোনাভাইরাস আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন।
আজ রোববার আইইডিসিআর থেকে যে ১৮ জন রোগী শনাক্তের কথা বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওই রোগী। করোনাভাইরাস আক্রান্তের খবরে সিলেটের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিছুর রহমান জানান, আইইডিসিআর গত ২৪ ঘন্টায় যে ১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্তের কথা বলেছে তার মধ্যে সিলেটের ওই ব্যক্তি রয়েছেন। তার শরীরে করোনাভাইরাস শনাক্তের পর নগরীর হাউজিং এস্টেটস্থ তার বাসা লকডাউন করে রাখা হয়েছে।
জানা গেছে, তিনি পেশায় একজন চিকিৎসক। সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখতেন। তবে, দীর্ঘদিন থেকে এই চিকিৎসক বাসায় অবস্থান করছেন। তিনি বাইরে বের হচ্ছেন না। তার পাশাপাশি তার পরিবারের সদস্যরাও কোয়ারেন্টাইনে রয়েছেন।
এদিকে, সিলেটে এতোদিন করোনাভাইরাসের কোন রোগী শনাক্ত না হওয়ায় স্বস্তিতে ছিলেন এ অঞ্চলের মানুষ। আজ রোববার প্রথম রোগী শনাক্ত হওয়ার পর সিলেটের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।