একশ’র বেশি নারী ক্রিকেটারের পাশে বিসিবি
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২০, ৩:৫২:২৯
করোনায় দেশের সবধরনের ক্রিকেট বন্ধ। শুধু ঘরোয়া ক্রিকেট খেলেই জীবন চালান এমন ক্রিকেটাররা পড়েছেন বিপদে। যে কারণে জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটে চুক্তির বাইরে থাকা পুরুষ ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার করে টাকা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের পুরুষ ক্রিকেটারদের তুলনায় নারী ক্রিকেটারদের অর্থনৈতিক অবস্থা খারাপ। যে কারণে জাতীয় দল ও জতীয় লীগে খেলা নারী ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নিশ্চিত করেছে বিষয়টি। নারী ক্রিকেটাররা প্রত্যেকে পাবেন ২০ হাজার টাকা।
বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন ১’শর বেশি ক্রিকেটার এ অনুদান পাবেন।
তিনি বলেন, ‘বিসিবি সিদ্ধান্ত নিয়ে নারী ক্রিকেটারদের এই বিপদের সময় পাশে দাঁড়ানোর। আমরা জাতীয় লীগে খেলা প্রায় ১’শর বেশি নারী ক্রিকেটারদের অনুদান দিচ্ছি।’
তবে, কীভাবে এই অনুদানের টাকা নারী ক্রিকেটাদের হাতে পৌঁছাবে সেটা বড় প্রশ্ন।
শফিউল আলম জানিয়েছেন, টাকাটা যেন নারী ক্রিকেটাররা পান সে ব্যবস্থা করবেন তারা। তিনি বলেন, ‘আমার জানা মতে বেশিরভাগ নারী ক্রিকেটারের ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমরা সেখানেই দিয়ে দেবো। আর যাদের নেই তাদের চেষ্টা করবো বিকাশ বা অন্য কোনো মাধ্যমে পৌঁছে দিতে। আমরা প্রত্যেককে ২০ হাজার টাকা করে দিচ্ছি।’
দেশের প্রতিটি নারী ক্রিকেটারকে নিরাপদ থাকার অনুরোধ করেন নাদেল। তিনি বলেন, ‘আমরা সবাই জানি এ ভাইরাসের তেমন কোনো ওষুধ নেই। সচেতনা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাই বাঁচাতে পারে। তাই আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করবো নিজে নিরাপদ থেকে পরিবারকেও নিরাপদ রাখতে। আমরা যেন সরকারের নির্দেশগুলো ভালোভাবে মেনে চলি সেটাই এখন তাদের প্রতি পরামর্শ। আর বাসাতেই যেন ফিটনেস নিয়ে কাজ করে সেটাই অনুরোধ থাকবে।’