মাধবপুরে পুলিশের বাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২০, ৭:০২:৩৭
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ রোববার (২৯ মার্চ) ভোরে জেলার আদার ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুনামগঞ্জে কর্মরত পুলিশের এসআই আনোয়ারুল আলম খানের বাড়ির রান্না ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতদল। ৮-১০ জনের ডাকাতদল ঘরে ঢুকেই অস্ত্রের মুখে তার বৃদ্ধ মা শাহেদা খানম ও ভাই আইনজীবী শাহীনুর আলম খানের হাত পা বেঁধে ফেলেন। এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় তারা।
খবর পেয়ে মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।