জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট’র ভাইস চেয়ারম্যান এম এ কাদির-এর আহবান
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২০, ৫:১৫:৪৬
স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ কাদির ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টিদের করোনাভাইরাসের সংকটকালীন সময়ে নিজ নিজ এলাকায় আর্থিক সহযোগীতা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ আহবান জানান।
জগন্নাথপুর পৌর শহরের বাসিন্দা, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এম এ কাদির জানান, দেশের সকল সংকটকালীন সময়ে প্রবাসীরা এ দেশের মানুষের পাশে ছিলেন। এখন বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি দেখা দিয়েছে। এ থেকে রেহাই পাচ্ছে না আমাদের জন্মভূমির মানুষও। তাই জন্মভূমির অসহায় খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে আমাদেরকে সাধ্যমতো পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, আমি যথাসাধ্য আমার এলাকার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প গ্রহণ করেছি। পাশাপাশি জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টিদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে আহবান জানাচ্ছি। আশাকরি সবাই এ আহবানে সাড়া দিবেন। তিনি সকলের মঙ্গল কামনা করেন।