আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২০, ১২:০৫:৫৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধায় উপজেলার নোয়াগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, ওই গ্রামের সাবেক মেম্বার শাহাজাহান মিয়া ও একই গ্রামের আক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
ওসি আরো জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।