রায়নগরে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২০, ১১:৫৭:৩৬
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর রায়নগরে প্রতিপক্ষের ছুরির আঘাতে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টায় ওই যুবকের বাসার সামনেই এ খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট নগরীর রায়নগর এলাকার বুসন্ধরা-৫ নং বাসার মুক্তাদির ইসলামের ছেলে শাহিন ইসলাম (২৫)-এর উপর শনিবার বিকেল ৩টার দিকে তার বাসার সামনেই প্রতিপক্ষ কতিপয় যুবক অতর্কিত হামলা করে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এ সময় শাহিনের চিৎকারে লোকজন এগিয়ে আসলে ছুরিকাঘাতকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় শাহিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস.আই অমর ফারুক।
এ বিষয়ে জানতে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়াকে কল দিলে তিনি রিসিভ করেননি।
তবে শাহিনের ভাই লাহিন ইসলাম এ প্রতিবেদকের কাছে বলেন, পাওনা টাকার বিরোধ নিয়ে পাড়ার কয়েকজন ছেলে শাহিনকে হত্যা করে।