করোনা মোকাবেলায় দেবের ১ কোটি টাকার অনুদান
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২০, ৪:৩২:০৪
মহামারি করোনা প্রতিরোধ করতে এবার কলকাতার ঘাটালবাসীর জন্য এক কোটি টাকা অনুদান প্রদান করলেন সাংসদ দেব। তিনি তার তহবিল থেকে ঘাটালবাসীর করোনা মোকাবেলায় এই অর্থ দিলেন।
ঘাটাল এলাকায় যত হাসপাতাল আছে সেখানকার স্বাস্থ্যকর্মীরা যাতে সকলে প্রয়োজনীয় মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস পান এবং করোনা আক্রান্তদের যাতে সঠিক চিকিৎসা হয় সেই কারণেই দেবের এ অনুদান। ঘাটালের হাসপাতালগুলিতেও তৈরি হবে আইসোলেশন ওয়ার্ড।
এছাড়াও করোনা মোকাবেলা করতে প্রয়োজনীয় টেস্ট কিট ও যাবতীয় সরঞ্জাম কেনার জন্যই এই অনুদান দিয়েছেন তিনি। গোটা বিশ্ব এখন করোনা আতঙ্কে আতঙ্কিত। প্রতিদিন বাড়ছে এই ভাইরাসে মৃতের সংখ্যা। রোগ মোকাবেলায় রাজ্য জুড়ে এগিয়ে আসছেন বহু মানুষ। ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।