কোয়ারেন্টিনের জন্য মিরপুর স্টেডিয়াম দিতে চায় বিসিবি
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২০, ৪:২৯:২১
করোনা ভাইরাস আতঙ্কে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থমকে গেছে বিশ্ব থমকে ক্রীড়াঙ্গনও। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ব্যাপক ভাবে সংক্রমণ হয়নি। তবে সাবধানতাটা অতি জরুরী। তাই করোনা ভাইরাসের কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামটি কোয়ারেন্টিনের জন্য দিতে চায়। মিরপুর স্টেডিয়ামটি কোয়ারেন্টিন বানাতে তাদের প্রস্তুতির কথা জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।
শনিবার বিষয়টি গনমাধ্যমের কাছে নিশ্চিত করেন তিনি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘দেখেন এটা আমাদের দায়িত্ব। শুধু্ আমাদের না, যে সময় এসেছে তাতে সবারই সবার পাশে দাঁড়ানো উচিৎ বলে আমি মনে করি। বিশ্বব্যাপী করোনা যে ভয়ংকর রূপ ধারণ করেছে এবং এদেশেও যে হারে ছড়িয়ে পড়ছে তাতে আমাদের সরকারের যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম রোগীদের চিকিৎসার জন্য দিয়ে দেব। না দেওয়ার কিছু নেই। আমাদের মনে রাখতে হবে এটি একটি বৈশ্বিক দূর্যোগ। যা মোকাবিলায় সবাইকে একাট্টা হয়ে কাজ করতে হবে।’
এর আগে করেনা মোকাবিলায় পাশে দাঁড়িয়েছেন তামিম-মুশফিকরা। এর মধ্যে রয়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তির ১৭ ক্রিকেটার ও তার বাইরের ১০ ক্রিকেটারসহ মোট ২৭ জন। ইতোমধ্যে তারা তাদের বেতনের অর্ধেক করোনা মোকাবিলায় দান করেছেন।