করোনাভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বের অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এপর্যন্ত ৮৩ হাজার ৫০০ মানুষ করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীন (৮১,৭৮২) এবং ইতালিকে (৮০,৫৮৯) পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২০০ জনের।যেখানে চীনে ৩ হাজার ২৯১ জন এবং ইতালিতে ৮ হাজার ২১৫ জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ‘খুব দ্রুতই’ স্বাভাবিক হয়ে আসবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ভবিষ্যদ্বাণীর পরপরই করোনা আক্রান্তের এ সংখ্যা প্রকাশ পায়।
এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,যুক্তরাষ্ট্রে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৬৮ জনের মৃত্যু হয়েছে।আক্রান্ত ৮৫ হাজার ৩৭৭ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। এছাড়া চিকিৎসাধীন ৮২ হাজার ২১৪ জনের মধ্যে ২ হাজার ১২২ জনের অবস্থা আশঙ্কজনক।