করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের সময়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ক্রিকেট খেলার অর্থ দিয়ে ১২০০ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার বিকাল থেকে খাদ্য কেনাকাটা এবং তা প্যাকেট করার কাজ শুরু হয়।
খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি করে ডাল, আলু ও লবণ এবং একটি সাবান।
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌমেন বোস বলেন, ‘সদর এবং লোহাগড়া উপজেলায় ১২০০ নিম্নবিত্ত পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। এখন তালিকা তৈরির কাজ চলছে। সংকটকালীন সময়ে বাড়িতে গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।’
তিনি আরও জানান, মাশরাফি তার নিজস্ব তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স এবং গণমাধ্যমকর্মীদের জন্য ২০০ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) ব্যবস্থা করেছেন এবং আরও ৩০০ পিপিইর ব্যবস্থা করা হবে।