কমলগঞ্জ সমিতি ইউকে’র সভাপতি ফারুক আহমদ এর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২০, ১:০১:২২
মিরর ডেস্ক : প্রবীন কমিউনিটি নেতা কমলগঞ্জ সমিতি ইউকে’র সভাপতি, জুবেদা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এইড বাংলাদেশ কমিউনিটি ফোরাম ইউকে’র প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় লন্ডনের নর্থ উইক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি এর চাচাতো বড় ভাই।
এদিকে, প্রবীন কমিউনিটি নেতা ফারুক আহমেদ এর মৃত্যুতে চ্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, ব্রিটিশ বাংলাদেশী হুজহু এর প্রতিষ্ঠাতা আব্দুল করিম গনি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, ব্রিটিশ বাংলা চেম্বার অফ কর্মাসের ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু’সহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।
উল্লেখ্য, মরহুম ফারুক আহমেদ ব্রিটিশ বাংলাদেশী হুজহু এর প্রতিষ্ঠাতা, উইকলি বাংলা মিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক আব্দুল করিম গনি’র ২য পুত্র জাকির করিমের শ্বশুর।