লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির হ্যান্ড গ্লাভস বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২০, ৪:৫২:২৮
সারা বিশ্ব করোনাভাইরাসে আক্রান্ত। বাংলাদেশও এই ঝুকির মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে দেশব্যাপী বিভিন্ন সংগঠন সুরক্ষা সামগ্রী বিতরণ করছে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।
গতকাল বুধবার বিকেলে সিলেট নগরীর লালবাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করেছে লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, লালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, আফাজ আহমদ, জুবেদ আহমদ খান, সালাউদ্দিন আহমদ, সাদেক আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি