দুবছর আগে মর্মান্তিক দুর্ঘটনায় চার বছরের কন্যা এবং গর্ভের অনাগত সন্তানকে হারানো ব্রডওয়ে অভিনেত্রী রুথি অ্যান মাইলস আবারও গর্ভবতী হয়েছেন।
টনি অ্যাওয়ার্ড বিজয়ী এই অভিনেত্রী নিজেই শনিবার এক টুইটে এ বিষয়টি শেয়ার করেছেন।
২০১৮ সালে মাইলস এবং তার চার বছর বয়সী কন্যাসহ নিউইয়র্কের একটি রাস্তায় গাড়িতে ধাক্কা খান। এতে তার চার বয়সী কন্যা অ্যাবিগাইল এবং তার বন্ধুর এক বছরের ছেলে নিহত হয়। মাইলস দুর্ঘটনার সময় গর্ভবতী ছিলেন এবং তার অনাগত কন্যাকে হারিয়েছিলেন, যার নাম তিনি সোফিয়া রাখার পরিকল্পনা করেছিলেন।
গর্ভাবস্থার ঘোষণায় তার টুইটার বার্তায় মাইলস যারা দুর্ঘটনার পরে তাকে এবং তার স্বামী জোনাথন ব্লুমস্টেইনকে সমর্থন দিয়েছেন এবং গত দুবছর ধরে তাদের শোক জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
মাইলস লিখেন, ‘আমরা জানি অ্যাবিগাইল জয় এবং সোফিয়া বড় বোন হওয়া পছন্দ করতেন এবং তাদের পরিবারকে বেড়ে উঠতে দেখতেন।’