স্টাফ রিপোর্টার : সিলেট-তামাবিল সড়কের হরিপুর এলাকার শিকারখা নামক স্থানে ট্রাক এবং প্রাইভেট কারের সংঘর্ষে সেলিনা ফারহানা শিপা (৩০) নামে এক কাস্টমস অফিসার নিহত হয়েছেন।
বুধবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
এসময় ঘটনাস্থলেই সেলিনা ফারহানা শিপা মারা যান। এছাড়া আরেক কাস্টমস অফিসার রীমা রানী সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করা সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই। হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে সেলিনা ফারাহানা শিপা ঘটনাস্থলেই মারা যান।
তামাবিল কাস্টমস অফিস থেকে বাসায় ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন বলে তিনি জানান।