
নবীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মেসার্স জননী ফার্মেসিকে ৫ হাজার এবং মেসার্স শাম্মী ও মম্মী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাংলা বাজার এলাকার এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন।
এ সময় নবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন বলেন, সকলকে অতিরিক্ত মূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রি না করার জন্য আহবান করা হয়েছে।