টম হ্যাংকস ও তার অভিনেত্রী-গায়িকা স্ত্রী রিটা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে এ অভিনেতা বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন।
হ্যাংকস জানান, এ দম্পতি অস্ট্রেলিয়ায় ছিলেন এবং সেখানে তারা ক্লান্তি, ঠান্ডা, শরীরে ব্যথা ও কিছুটা জ্বর অনুভব করেন। পরে স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় তারা করোনাভাইরাসে আক্রান্ত।
অস্কার-বিজয়ী ৬৩ বছর বয়স্ক এ অভিনেতা জানান, তারা এখন পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও অন্যদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সময় একাকী হয়ে থাকবেন।
বাজ লোরম্যানের পরিচালনায় এলভিস প্রিসলির জীবনী নিয়ে নির্মিত একটি নাম ঠিক না করা সিনেমার চিত্রগ্রহণের জন্য অস্ট্রেলিয়ায় ছিলেন হ্যাংকস। তিনি প্রিসলির ম্যানেজার কর্নেল টম পার্কারের চরিত্রে অভিনয় করছেন। ২০২১ সালের অক্টোবরে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা থাকলেও বর্তমানে এর নির্মাণকাজ স্থগিত রাখা হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে।
অস্ট্রেলিয়ায় ১২০ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিনজন।
হ্যাংকস ও ৬৩ বছর বয়সী উইলসন ১৯৮৮ সালে বিয়ে করেন। হ্যাংকস ২০১৩ সালে জানান যে তিনি টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন।
হ্যাংকস তার বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়েছেন এবং জানিয়েছেন যে তিনি স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত হালনাগাদ তথ্য জানাবেন। সেই সাথে এ অভিনেতা ভক্তদের নিজেদের সুরক্ষিত রাখারও আহ্বান জানিয়েছেন।